তৈরী হচ্ছে বাড়ি, দুষিত হচ্ছে পরিবেশ!

SHARE

এটাতো হবার কথা নয়। যেখানে বাড়ি নির্মিত হচ্ছে মানুষের স্বাভিক জীবন যাত্রার মান উন্নত করার জন্য সেখানে সেই বাড়ি তৈরির নির্মান উপকরন যদি ৫৮% (শুধু মাত্র ব্রিক ফিল্ড থেকে) পরিবেশ দুষন করে। শুধু তাই নয় কৃষি/ফসলি জমির উর্ভর মাটি নষ্ট করে খাদ্যে স্বয়ং সম্পুর্ন দেশকে খাদ্য সংকটে ফেলে দিচ্ছে। তাহলে এই বাড়ি দিয়ে কি হবে?? অামাদের আগামী প্রজন্মের কি হবে??? এমন প্রশ্নের উত্তর খুজতে হাউজ বিল্ডিং রিচার্জ ইনষ্টিটিউট (HBRI) গত কয়েক বছর চেষ্টা করে আসছে। সমাধান পেলেন ইটের বিকল্প পরিবেশ বান্ধব কংক্রিট ব্লক। কিন্তু ইন্ডিয়া/চায়না থেকে মেশিন নিয়ে এসে উদ্যোক্তা তৈরি কঠিন। এক দিকে দাম অন্য দিকে রক্ষনাবেক্ষন। তখন হাল ধরলেন তরুন প্রজন্মের উদ্যোক্তা প্রকৌশলী সাজ্জাদ আমিন চৌধুরী (পারভেজ), যিনি ২০০৭ সালে চট্রগ্রাম পলিটেকনিক থেকে ডিপ্লোমাে এবং ডুয়েট থেকে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং সিভিল প্রোগ্রাম শেষ করেন। তার নিজ জেলা ভোলা। বর্তমানে EMAS Real Estate Limited কোম্পানির দ্বায়িত্বে আছেন। নিজের কাধে দ্বায়িত্ব নিয়ে নিজেই চেষ্টা করলেন ব্লক তৈরির মেশিন বানানোর এবং কত সহজে মানুষের কাছে পৌছে দেওয়া যায়। শুরুতে অনেকে আর্থিক সহযোগিতার আশ্বাস দিলেও মাঝ পথে সবাই হাল ছেড়ে দিয়েছেন।অফিস টাইম শেষ করে রাতে ওয়ার্কসপে সময় দিয়ে বারবার ব্যর্থতাকে পাশ কাটিয়ে সফলও হলেন এবং তৈরি করলেন এমন মেশিন/ফর্মা। যা দিয়ে নিজ প্রয়োজনে নিজ বাড়ির আঙ্গিনা/উঠানে নিজের বাড়ির জন্য তৈরি করতে পারবেন ইটের বিকল্প পরিবেশ বান্ধব কংক্রিট ব্লক। ছড়িয়ে দিয়েছেন প্রায় ৪০টি জেলায়। প্রশিক্ষন দিয়ে ইতোপুর্বে প্রায় ১০০ জন উদ্যোক্তার হাতে তুলে দিয়েছেন তার উদ্ভাবিত প্রযুক্তি। হাউজ বিল্ডিং রিচার্জ ইনষ্টিটিউট (HBRI) এর জেলা, উপ জেলা পর্যায়ে উদ্যোক্তা তৈরির কাজটিও বেশ ভাল ভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। সেখানেই শেষ করেননি গত ২বছর গভেষনা করে তৈরি করেছেন একটি হাইড্রোলিক মেশিনও। আমাদের অনেক উদ্যোক্তা খুব আগ্রহ নিয়ে কাজ শুরু করতে চাইলেও চায়না/ইন্ডিয়া থেকে মেশিন নিয়ে আসার যামেলার জন্য মাঝ পথেই ঝড়ে যায়। উদ্যোক্তাদের বিশেষ সুবিধার কথা চিন্তা করে তিনি এ মেশিন বানান। যা প্রতি বারে ৬টি করে দিনে ১৫০০-২০০০ ব্লক বানাতে পারে। চাইলে যে কেউ ইর্ষ্টান হাউজিং বেড়িবাদ সাইটে এসে দেখে যেতে পারেন।