শাফায়াত বাঁধনের নতুন গান “পতাকা”

SHARE
শাফায়াত বাঁধন

এসময়ের জনপ্রিয় সংগীত শিল্পী শাফায়েত বাঁধন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে বিজয় দিবস উপলক্ষে বের করলেন “পতাকা” শিরোনামে নতুন একটি দেশের গান এবং মিউজিক ভিডিও। গানটি লিখেছেন আনোয়ার হোসেন আদর এবং সুর ও সঙ্গিতায়জন করেছেন বর্ণ চক্রবর্তী। গানটির অডিও এবং ভিডিও বের হয়েছে হিউজ স্টুডিও রেকর্ড লেবেল থেকে।

শাফায়াত বাঁধন

ভিডিওতে বাংলদেশের স্বাধীনতা যুদ্ধের শুরু থেকে বিজয় অর্জন পর্যন্ত সম্পূর্ণ ইতিহাস তুলে ধরা হয়েছে। যা ইতিমধ্যে দর্শক শ্রোতাদের নজর কেড়েছে। গত বছর বিজয় দিবস উপলক্ষে বর্ন চক্রবর্তীরর সুর সংগীতে এবং আনোয়ার হোসেন আদরের কথায় বাংলার গান-১ নামে মিক্সড এ্যালবামে গান করেন।

বাঁধন গানের পাশাপাশি ‘পিপলস রেডিওতে ‘ কথা বন্ধু হিসেবে কাজ করছেন।গানটি সম্পর্কে বাঁধন বলেন “আদর ভাই বরাবরই অনেক ভাল গান লেখেন।আমি তার লেখার অনেক ভক্ত।বর্ণ দার সুর সংগীতে এর আগেও আমি অনেক গানে কন্ঠ দিয়েছিলাম।আমার আর বর্ণ দাদার কেমিষ্ট্রি টা অন্যরকম। আশা করি গানটি সবার ভালো লাগবে। “

গানটি দেখুনঃ https://www.youtube.com/watch?v=sEPPBw5CHc8&feature=youtu.be