দক্ষিণ আফ্রিকায় চ্যালেঞ্জ নেয়ার সামর্থ্য বাংলাদেশের আছে: মুশফিক

SHARE

মুশফিকনিজস্ব প্রতিবেদক :

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুর্নাঙ্গ সিরিজ খেলতে শনিবার রাতে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মিরপুরে এই সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে দলের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

মুশফিকুর রহীম বলেন, দক্ষিণ আফ্রিকা সফর সব সময় চ্যালেঞ্জিং। আর বাংলাদেশে এই চ্যালেঞ্জ নেয়ার সামর্থ্য বাংলাদেশের আছে।  সাকিবের না থাকা নিয়ে মুশফিক বলেন, সাকিবের না থাকাটা দলের ক্ষতি। তবে বাকী সবাই মিলে তার অভাব পূরণ করতে হবে।

এদিকে, সকালে দক্ষিণ-আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ এবং দলের ম্যানেজার মিনহাজুল আবেদিন নান্নু। দলের বাকি সদস্যদের আজ রাত সোয়া ১০টায় দেশ ছাড়ার কথা রয়েছে। ২০০৮ সালে সবশেষ দক্ষিণ সফর করেছিল বাংলাদেশ। তবে ঐ সিরিজে সব ফরম্যাটে বাংলাদেশ হেরেছিল ।

৯ বছর পর আবারো সেই দক্ষিণ আফ্রিকায় পুর্নাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। লম্বা এই সময়ে বাংলাদেশ দল পরিণত হয়েছে। তাই সব ফরম্যাটে ভালো  করা সম্ভব বলে মনে করেন অধিনায়ক মুশফিকুর রহিম।