জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

SHARE

নিজস্ব প্রতিবেদক :

জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২১ সেপ্টেম্বর সাধারণ পরিষদে নিজের ভাষণে রোহিঙ্গা সমস্যা আদ্যপান্ত বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন তিনি।

শনিবার দুপুর সোয়া দুইটায় বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপ ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রী পরিষদের সদস্য এবং আওয়ামী লীগের সিনিয়র নেতারা। ঢাকা থেকে আবুধাবি হয়ে রোববার বিকেল নিউইয়র্কে পৌঁছবেন প্রধানমন্ত্রী।

২১ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া ছাড়াও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। এছাড়াও বিভিন্ন বিষয়ে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

২২ সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্ক থেকে ভার্জিনিয়া যাবেন প্রধানমন্ত্রী। সেখানে ছেলে সজীব ওয়াজেদ জয়ের পরিবারের সঙ্গে এক সপ্তাহ কাটিয়ে ২৯ সেপ্টেম্বর দেশের উদ্দেশে রওয়ানা হবেন। সফরসূচি অনুযায়ী ২ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।