‘সুবিধাবাদী রাজনীতির পরিবর্তন না হলে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করা সম্ভব নয়’

SHARE

নিজস্ব প্রতিবেদক :

সুবিধাবাদী রাজনীতির পরিবর্তন না হলে, কারো পক্ষেই এদেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করা সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচনের জন্য সুস্পষ্ট করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এমন মন্তব্য করেছেন আলোচকরা।

শনিবার সকালে সুশাসনের জন্য নাগরিক-সুজন আয়োজিত এই আলোচনায় বলা হয়, সংসদ সদস্যদের পদ বহাল রেখে জাতীয় নির্বাচন কখনই সুষ্ঠুভাবে করা সম্ভব নয়।

আলোচকদের মতে, বাংলাদেশের নির্বাচন কমিশন যথেষ্ঠ শক্তিশালী। তবে, সরকারের সদিচ্ছা ও সহযোগিতা ছাড়া নিরেপক্ষ নির্বাচন কখনই সম্ভব নয়। আগামী জাতীয় নির্বাচন যেন বিতর্কিত না হয়, সেজন্য সঠিকভাবে ভোটার তালিকা হালনাগাদের তাগিদ দেন তারা। এছাড়া নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রনে রাজনৈতিক দলগুলোর মনোনয়ন বাণিজ্য বন্ধ করার প্রতিও গুরুত্ব দেয়া হয়।