জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

SHARE

ডেস্ক রিপোর্ট:

জাপানের ওপর দিয়ে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। আজ সকালে ছোড়া ক্ষেপণাস্ত্রটি উত্তর-পূর্ব জাপানের হোক্কাইডো প্রদেশের উপর দিয়ে উড়ে গিয়ে সমুদ্রে পড়েছে বলে জানিয়েছে জাপানের সেনা কর্মকর্তা।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি প্রায় ৭৭০ কিলোমিটার উপরে উঠে এবং ১৯ মিনিটে ৩৭০০ কিলোমিটার পথ পাড়ি দেয়। গত ২৯ অগাস্ট উত্তর কোরিয়ার ছোড়া একটি ক্ষেপণাস্ত্র জাপানের একই অঞ্চল দিয়ে উড়ে গিয়ে প্রশান্ত মহাসাগরে পড়েছিল।

এদিকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে জানান, যদি উত্তর কোরিয়া এমন করতেই থাকে তবে তাদের ভবিষ্যৎ ভালো নয়। এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনও নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছেন।