ট্রাম্পের শরণার্থী নিষেধাজ্ঞায় অনুমতি সুপ্রিম কোর্টের

SHARE

ডেস্ক রিপোর্ট:

যু্ক্তরাষ্ট্রে শরণার্থী নিষেধাজ্ঞা জারি করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুমতি দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। রয়টার্স জানায়, সম্প্রতি দেশটির ফেডারেল আদালতের এক রায়ে ২৪ হাজার শরণার্থী যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি পায়।

ট্রাম্প প্রশাসনের অনুরোধে সেই সিদ্ধান্ত খারিজ করলেন সর্বোচ্চ আদালত। অক্টোবরে প্রেসিডেন্টের জারি করা নির্বাহী আদেশে, ভ্রমণ নিষেধাজ্ঞার উপর শুনানি হবে।

গত ৬ মার্চ এক নির্বাহী আদেশে ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। তবে সব শরণার্থীর ক্ষেত্রে, কর্মসূচি স্থগিতের মেয়াদ ৪ মাস হলেও, সিরিয়ার ক্ষেত্রে এই মেয়াদ অনির্দিষ্টকালের।

যুক্তরাষ্ট্রে আশ্রয়ের ক্ষেত্রে মুসলিম প্রধান দেশগুলোর মুসলমানদের বদলে খ্রিস্টান ও সংখ্যালঘুদের প্রাধান্য দেয়ার কথা বলা হয়।