দুর্নীতির দায়ে স্যামসাং প্রধানের ৫ বছরের জেল

SHARE

Samsung Group chief, Jay Y. Lee arrives at the office of the independent counsel team in Seoul, South Korea, February 18, 2017. REUTERS/Kim Hong-Ji

বিশ্ব সংবাদ ডেস্ক:

দুর্নীতির দায়ে টেক জায়ান্ট স্যামসাংয়ের প্রধান নির্বাহী লি জে ইয়ংকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দক্ষিণ কোরিয়ার এক আদালত। ঘুষ কেলেঙ্কারির মামলায় লি’র বিরুদ্ধে শুক্রবার এই সাজা ঘোষণা করেন আদালত।

৪৯ বছর বয়সী লি বিশ্বের বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকসের ভাইস চেয়ারম্যান। দুর্নীতির বেশ কয়েকটি অভিযোগে গত ফেব্রুয়ারি মাসে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।

তদন্তের অংশ হিসেবে গত ১৭ ফেব্রুয়ারি লিকে গ্রেপ্তার করা হয়। এর আগে, পার্কের এক বন্ধুর পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠানকে অনুদান দেয়ার ব্যাপারে অভিযোগ উঠে স্যামসাংয়ের বিরুদ্ধে। একই ঘটনায় দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক জিওন হাইকে অভিশংসনের মুখে পড়তে হয়।