২ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা

SHARE

নিজস্ব প্রতিবেদক:

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা। আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ব্রিফিংয়ে কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান জানান, বুধবার বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

ফলে আগামীকাল বৃহস্পতিবার থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে এবং হিজরি ১০ জিলহজ অর্থাৎ ২ সেপ্টেম্বর যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

১৪৩৮ হিজরি সনের জিলহজ্জ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং পবিত্র ঈদুল আজহার দিন নির্ধারণের জন্য বায়তুল মোকাররম জাতীয় মসজিদ কমপ্লেক্সের ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাটি অনুষ্ঠিত হয়।