দুর্গত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সঙ্কট

SHARE

নিজস্ব প্রতিবেদক:

পানি কমতে থাকায় দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে, দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির সঙ্কট।সিরাজগঞ্জের যেসব এলাকা থেকে পানি নেমে গেছে, সেখানকার মানুষ বাড়িঘরে উঠতে শুরু করেছে।

দুর্গত এলাকাগুলোতে সরকারের পাশাপাশি বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ করা হচ্ছে।জামালপুরেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে বন্যাদুর্গত এলাকায় খাবার, বিশুদ্ধ পানি, শিশুখাদ্য ও গো-খাদ্যের অভাব দেখা দিয়েছে।

দুর্গত এলাকায় ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ। স্বাস্থ্য বিভাগের ৭৭টি মেডিকেল টিম কাজ করার কথা থাকলেও তাদের দেখা পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন বন্যার্তরা।কুড়িগ্রামে নদ-নদীর পানি নেমে যাওয়ায় ঘর-বাড়িতে ফিরতে শুরু করেছে মানুষ।

দুর্গত এলাকাগুলোতে দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির সঙ্কট রয়েছে।