আগামী চার বছর বাজবে না বিগবেনের ঘন্টাধ্বনী

SHARE

Capture5বিশ্বসংবাদ ডেস্ক :

চার বছরের মধ্যে লন্ডনের মানুষ আর শুনতে পাবে না শহরের ঐতিহ্যবাহী বিগবেন ঘড়ির ঘণ্টাধ্বনি। সংস্কার কাজের জন্য পার্লামেন্ট ভবনের ওপরের এই ঘড়িটির ঘণ্টাগুলো বন্ধ করা হলো বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার দুপুর ১২টায় শেষ বারের মতো বাজলো লন্ডনের ঐতিহ্য, ঐতিহাসিক বিগবেন ঘড়ির ঘণ্টাগুলি। এলিজাবেথ টাওয়ার সংস্কারের বিতর্কিত পরিকল্পনা বাস্তবায়নে এগুলো বন্ধ করা হলো।
4661
হাউজ অব কমন্স কর্তৃপক্ষ জানায়, সংস্কার কর্মীদের কাজের সুবিধার জন্য ঘণ্টাগুলো বন্ধ করা হয়েছে। ১৮৫৯ সালে স্থাপনের পর এই প্রথম এতদিনের জন্য বন্ধ করা হলো বিগবেন ঘণ্টাগুলো। তবে বিশেষ বিশেষ অনুষ্ঠান উদযাপন এবং প্রতিবছর নববর্ষের প্রথম প্রহরে ঘণ্টাগুলো বাজানো হবে বলে জানায় কর্তৃপক্ষ।

শেষ ঘণ্টাধ্বনির সাক্ষী হতে সোমবার এলিজাবেথ টাওয়ারের নীচে জড়ো হন যুক্তরাজ্যের নীতি নির্ধারকরা। দুপুর ১২ টা বাজার সংকেত দিয়েই চার বছরের জন্য থেমে যায় ঘণ্টাগুলো।