লেনিনে সবগুলো মূর্তি সরিয়ে ফেলেছে ইউক্রেন

SHARE

methode_times_prod_web_bin_97288934-841f-11e7-a96c-24e6c6e68b13বিশ্বসংবাদ ডেস্ক :

ইউক্রেন থেকে কমিউনিস্ট বিপ্লবী লেনিনে সবগুলো মূর্তি সরিয়ে ফেলেছে দেশটির সরকার। প্রত্যেক গ্রাম ও শহর এলাকা থেকে মোট ১ হাজার ৩২০টি মূর্তি সরানো হয়েছে।

শহরের অনেক রাস্তাই ইউক্রেনের বীরদের নামে রাখা হয়েছে। ইউক্রেনের জাকারপাতিয়ায় লেনিন স্ট্রিট এর নাম পরিবর্তন করে লেনন স্ট্রিট রাখা হয়েছে। কর্তৃপক্ষের দাবি বিটলসের জন লেননকে সম্মান জানাতে ওই পদক্ষেপ নেয় তারা।ukraine-leninলেনিনকে বিংশ শতকের অন্যতম প্রধান ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হলেও, বিশ্বব্যাপী তিনি একজন বিতর্কিত ও প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত। তাকে স্বৈরাচার শাসন ব্যবস্থার প্রবর্তনকারী এবং গৃহযুদ্ধের প্রশ্রয়দাতা ও মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী করেন লেনিন বিরোধীরা।

দেশটির জাতীয় স্মরণ ইনস্টিটিউটের পরিচালক ভোলদেমির ভিয়াত্রোভিচ নিশ্চিত করেন, ১হাজার ৬৯টি সোভিয়েত ভাস্কর্যসহ লেনিনের সবগুলো মূর্তি সরিয়ে ফেলা হয়েছে। তবে এখনও রুশ নিয়ন্ত্রিত ইউক্রেনের পূর্বাঞ্চলে লেনিনের অনেক মূর্তি রয়ে গেছে।