‘লংগদুর ঘটনায় কেন তদন্ত কমিশন গঠন করা হবে না’

SHARE

নিজস্ব প্রতিবেদক :

রাঙামাটির লংগদুতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষের ঘটনা তদন্তে কেনো কমিশন গঠন করা হবে না, তা জানাতে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সাথে গত জুন মাসের ওই ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক ক্ষতি নির্ণয় করতেও বলা হয়েছে।

আগামী ৩ নভেম্বর পরবর্তী শুনানির দিনে এ বিষয়ে অগ্রগতির প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে রাষ্ট্রপক্ষকে। একটি রিটের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন। মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও পুলিশের মহাপরিদর্শককে আট সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। কমিশন গঠন বিষয়ক অগ্রগতি জানাতে বলা হয়েছে আগামী তিন মাসের মধ্যে।