চট্টগ্রামের নিরপাত্তায় খুশি অস্ট্রেলিয়া

SHARE

স্পোর্টস ডেস্ক:

ঢাকার পর নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হলো চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সার্বিক নিরাপত্তায় ব্যবস্থায় খুশি অজি নিরাপত্তা প্রধান শন ক্যারল। তবে প্রস্তুতি ম্যাচ নিয়ে বিসিবি’র সঙ্গে আলোচনা করেই চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান ক্যারল।

সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ঢাকার নিরাপত্তা নিয়ে ক্রিকেট বিশ্বে তোলপাড় শুরু হয়। এরমাঝেও সিরিজ খেলতে আসে ইংল্যান্ড। তখন নিরাপত্তা বলয়ে ঢেকে দেয়া হয় গোটা মিরপুর। ঠিক তেমন নিরাপত্তা ব্যবস্থাই থাকছে অস্ট্রেলিয়ার জন্য।

দুটি টেস্ট অনুষ্ঠিত হবে দুই ভেন্যু ঢাকা ও চট্টগ্রামে। তাই নিরাপত্তায় যেন কোন ত্রুটি না থাকে সে দিকে সবোর্চ্চ নজর প্রশাসনের। টিম অস্ট্রেলিয়ার চলার পথ নির্বিঘ্ন করার পাশাপাশি চট্টগ্রামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের জন্য নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি রাখতে চান না সিএমপি’র অতিরিক্ত কমিশনার।

এদিকে, সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট প্রকাশ করেছেন অজি প্রতিনিধি শন ক্যারল। অস্ট্রেলিয়া সিরিজে নিরাপত্তা নিয়ে সংশয় নেই ঠিকই, তবে সবাইকে ভাবাচ্ছে বৈরি আবহওয়া।