বন্যার কারণে নতুন করে নিত্যপণ্যের দাম বাড়ছে

SHARE

নিজস্ব প্রতিবেদক :

বন্যা, নতুন করে নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে। সরবরাহ ঘাটতির বিপরীতে বাড়তি চাহিদার সুযোগ কাজে লাগাচ্ছেন ব্যবসায়ীরা। বাড়তি ঝামেলা চট্টগ্রাম বন্দরে জাহাজ জটে দ্রুত খালাস হচ্ছে না আমদানি করা অনেক নিত্যপণ্যও।

উত্তরাঞ্চল। দেশের প্রধান শস্য ভান্ডার। কিন্তু সেখানকার শস্যক্ষেত এখন প্লাবিত বন্যার পানিতে। নষ্ট হচ্ছে সবজি আর ক্ষেতের ফসল।

ফলে এসব জায়গা থেকে আসছেনা চাহিদামতো পন্য। শুধূ উত্তরাঞ্চল নয়, এমন চিত্র এখন দেশের ২০ জেলার। তাই কমছে সরবরাহ আর বাড়ছে দাম। ৫০-৬০ টাকার নিচে মিলছে না কোনো সবজিই।

পেয়াজ। এখন বাজারের সবচাইতে বড় আলোচিত পণ্য। কমছে না এর ঝাজ। ১০ দিনের মধ্যেই কেজিতে বাড়ল ৪০ টাকা। যা এখন ৭০ টাকা কেজি। সরকারের হিসাবে বেড়েছে এর আমদানিও। তারপরেও সরকার বলছে একমাসেই দাম বেড়েছে ১১৩ শতাঙশ।

শুধু পেয়াজ নয়। সামনেই ইদ। তাই বাড়তি চাহিদা এখন আদা রসুনসহ ময়লারও। দাম বেড়েছে এসব পণেন্যরও। আর এসবের মধ্যেই দাম বাড়ার তালিকায় যোগ হয়েছে সয়াবিন তেল।

বাজারের যখন এই চিত্র তারপরেও বাণিজ্যমন্ত্রী বলেছন দাম বাড়ার কারণ নেই। ইদের আগেও দাম বাড়বে না।

তবে বাণিজ্যমন্ত্রী যাই বলুন, ব্যবসায়ীরা বলছেন বন্যা যদি দীর্ঘস্থায়ী হয় আর আমদানি পণ্য দ্রুত খালাস না হলে দাম আরো বাড়ার আশঙ্কা থাকবে।