তিন বছর পর নাম্বার ওয়ান নাদাল

SHARE

স্পোর্টস ডেস্ক :

রজার ফেদেরারের ব্যর্থতার কারণে প্রায় তিন বছর পর আবারও র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছেন রাফায়েল নাদাল।

সিনসিনাটি ওপেন না খেলেই ২০০৪ সালের পর ফের শীর্ষে উঠেছেন নাদাল। রজার্স কাপের সেমিফাইনাল নিশ্চিত করেতে পারলেই ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অ্যান্ডি মারেকে সরিয়ে শীর্ষ স্থান পুনুরুদ্ধার হয়ে যেতো নাদালের। কিন্তু তৃতীয় রাউন্ডে শাপোভালোভের কাছে হেরে যান তিনি। ফলে ১ নম্বর হওয়ার জন্য তাকে অপেক্ষা করতে হচ্ছিলো সিনসিনাটি ওপেন পর্যন্ত।

তবে কে জানতো অঘটনের শিকার হবেন ফেদেরারও। নাদালের পর শীর্ষ স্থানের দাবিদার ছিলেন এই সুইস তারকা। রজার্সকাপের ফাইনালে জিতলেই ১ নম্বরের খেতাবটা পেয়ে যেতেন তিনি। কিন্তু ফাইনালের ব্যর্থতা খুইয়েছে সেই সুবর্ণ সুযোগ। শুধু তাই নয় ফাইনালে চোটও সঙ্গী হয়েছে তার। ফলে  সিনসিনাটি ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। যার কারণে  শীর্ষ স্থানের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বী ফেদেরার না থাকায় এখন সেই স্থানটা দখল করলেন নাদাল।

এদিকে সেরেনা না থাকায় নারীদের শীর্ষে উঠার লড়ায়ে এগিয়ে আছেন ক্যারোলিন প্লিস্কোভা ও সিমোনা হালেপস।