আইএস নিয়ন্ত্রীত মশুল ছেড়েছেন কয়েক হাজার মানুষ

SHARE

স্পোর্টস ডেস্ক:

আইএস নিয়ন্ত্রীত ইরাকের পশ্চিমাঞ্চলীয় মশুল শহর থেকে কয়েক হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘরবাড়ি ছেড়েছেন। পাশাপাশি ইরাকী ও জোট বাহিনী সন্দেহজনক আইএস ঘাঁটিগুলোর ওপর বিমান হামলা শুরু করেছে। তাল আফার এলাকায় আইএস ঘাঁটি লক্ষ্য করে মঙ্গলবার ইরাকী বিমানবাহিনী হামলা চালায়।

সিরিয়া সীমান্তবর্তী এই শহর আবারো দখলে নিতে অভিযানের প্রস্তুতি নিয়েছে ইরাকী সেনাবাহিনী। তাল আফার নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সাঁজোয়া বহর পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফেডেরাল পুলিশ প্রধান লেফটেন্যান্ট জেনারেল রাইদ মাকির জাওদাত।

এই তাল আফার ও এর আশপাশের এলাকা আইএস’র সর্বশেষ ঘাঁটি অবস্থিত বলে দাবি করছে ইরাকী সেনাবাহিনী। সিরিয় সীমান্তের ১৫০ কিলোমিটার পূর্বের এই তাল আফার শাহরটি ছিল আইএস জঙ্গীদের রসদ সরবরাহের প্রধান রুট।