আট বছর পর আবারও পাকিস্তানে খেলতে যাচ্ছে শ্রীলংকা

SHARE

_97318409_pakistan_sri_lanka_gettyস্পোর্টস ডেস্ক :

৮ বছর পর আবারও পাকিস্তানে খেলতে যাচ্ছে শ্রীলংকা ক্রিকেট দল। নিরাপত্তা পরিস্থিতি যাচাই করেই ক্রিকেট দলকে পাকিস্তান সফরের সম্মতি দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন লঙ্কান ক্রিকেটের প্রধান থিলাঙ্গা সুমাথিপালা।

২০০৯ সালে পাকিস্তানে, শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলা হয় ।এরপর  থেকে নিরাপত্তার অযুহাতে পাকিস্তান সফরে যায়নি বড় কোনো দল। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুরোধ এবং অনেক যাচাই-বাছাইয়ের পর আবারও পাকিস্তানে যেতে রাজি হয়েছে শ্রীলঙ্কা। সেপ্টেম্বরে পাকিস্তান সফরে যাবে লংকানরা। সেখানে তিনটি টি-টায়েন্টি ম্যাচ খেলবে তারা। এর মধ্যে কমপক্ষে একটি ম্যাচ লাহোরে অনুষ্ঠিত হবে।

সন্ত্রাসী হামলার পর একমাত্র জিম্বাবুয়ে দল পাকিস্তান সফর করেছে। সেই ম্যাচগুলো  কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সফলভাবে সম্পন্ন হওয়ায় আবারও ঘরের মাঠে ক্রিকেট ফেরার স্বপ্ন দেখছে পাকিস্তানি সমর্থকরা।