‘ত্রাণ নিয়ে বিএনপির কোনও অভিযোগ কেয়ার করি না’

SHARE

ত্রাণ নিয়ে বিএনপির কোনও অভিযোগ কেয়ার করেন না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের হাতে যথেষ্ট অর্থ এবং খাবার মজুদ আছে। তবে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সময় লাগছে। এ নিয়ে চিন্তার কিছু নেই।

আজ শুক্রবার বিকেলে সিলেটের ফেঞ্চুগঞ্জের উত্তর ইসলামপুরে ২০০ বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

ত্রাণ নিয়ে বিএনপির অভিযোগ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, বিএনপি এত আনরিয়েলিস্টিক যে তাদের কোনও অভিযোগেই আমি মন্তব্য করতে চাই না, তাদের কোনও অভিযোগ কেয়ারও করি না।

মন্ত্রী বলেন, একটি বিষয় স্পষ্টভাবে জানা প্রয়োজন এ পরিস্থিতি সাময়িক। সেভাবেই ব্যবস্থা নিচ্ছে সরকার। কোথাও ৩ মাস আবার কোথাও ৬ মাসের ব্যবস্থা করছে সরকার। যথেষ্ট মজুদ আছে। চিন্তা-ভাবনার কোনও কারণ নেই।

ত্রাণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সিলেট -৩ আসনের সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী সহ স্থানীয় নেতৃবৃন্দ।