বিনামূল্যের ওয়াই ফাই খুঁজে দেবে ফেসবুকের ‘ফাইন্ড ওয়াই ফাই’

SHARE
২৪আওয়ার ডেস্ক:  সামাজিক যোগাযোগের শীর্ষ মাধ্যম ফেসবুক গত বছর একটি ফিচারের পরীক্ষা চালায়। ‘ফাইন্ড ওয়াই ফাই’ নামের এই ফিচার মোবাইল ব্যবহার- কারীকে কাছাকাছি কোথায় ওয়াই ফাই নেটওয়ার্ক আছে তা সহজে খুঁজে দিতে সাহায্য করবে। পরীক্ষা চালানোর সময় এই ফিচারটি শুধু নির্দিষ্ট কিছু জায়গায় আইওএস প্ল্যাটফর্মে উন্মুক্ত ছিল। পরীক্ষার পর বিশ্বব্যাপী এই ফিচার উন্মুক্ত করেছে ফেসবুক। আর এই ফিচার পেতে ‘মোর’ ট্যাবে গিয়ে ‘ফাইন্ড ওয়াই ফাই’ নির্বাচন করতে হবে। আর এর পরেই ফিচারটি ব্যবহারকারীকে কাছাকাছি কোনো ওয়াই ফাই নেটওয়ার্ক থাকলে তা খুঁজে দেবে।
তবে এই ফিচারে সম্ভাব্য সকল ওয়াই- ফাই সংযোগ পাবেন না। শুধুমাত্র যারা তাদের ওয়াই ফাই নেটওয়ার্ক ফেসবুকের সঙ্গে শেয়ার করতে ইচ্ছুক তাদের নেটওয়ার্কই খুঁজে দেবে এই ফিচার। বিশ্বের সকল আইওএস এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পর্যায়ক্রমে এই ফিচার পাবে। অন্যদিকে ফেসবুক জানিয়েছে, বর্তমানে তাদের ব্যবহারকারীর সংখ্যা রয়েছে ২০০ কোটি ।