গাইবান্ধার চরে ফের অভিযান

SHARE

২৪আওয়ার রিপোর্ট : জঙ্গি আস্তানার খোঁজে গাইবান্ধার চরে দ্বিতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে পুলিশের যৌথ বাহিনী।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট, স্থানীয় থানা ও গোয়েন্দা পুলিশের সদস্যরা একসঙ্গে অভিযান শুরু করে।

ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চলে এই অভিযান চালানো হচ্ছে।বেলা সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধার, জঙ্গি আস্তানার সন্ধান বা কেউ গ্রেফতার হয়নি।

এর আগে বুধবার অভিযান চালিয়ে মোল্লারচর ইউনিয়নে শুকুর (৩৭)নামে এক ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। তবে ওই অভিযানে কোনো জঙ্গি আস্তানা বা অস্ত্র পায়নি পুলিশ।

আজকের অভিযানের বিষয়ে ফুলছড়ি থানার ওসি আবু হাদার মো. আশরাফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার ভোর ৪টার আগেই জঙ্গি আস্তানার খোঁজে অভিযান শুরু করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট, থানা ও গোয়েন্দা পুলিশ।

অভিযান শুরুর সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ ফারুক জানান,বর্ষায় পানি বাড়লে নৌডাকাতদের উৎপাত বাড়ে। তাছাড়া জঙ্গিদেরও নতুন করে মাথাচাড়া দেয়ার চেষ্টা রয়েছে। এ কারণেই আমাদের এই বিশেষ অভিযান।

গাইবান্ধা সদরসহ তিন উপজেলার চরাঞ্চলে গত বছরও অভিযান চালিয়েছিল আইনশৃংখলা বাহিনী। তবে সে অভিযানে বড় কোনো সাফল্য মেলেনি।