উইম্বলডন চ্যাম্পিয়ন বরিসকে দেউলিয়া ঘোষণা

SHARE

ক্রীড়া ডেস্ক: টেনিসের কিংবদন্তি জার্মান তারকা বরিস বেকার দেউলিয়া ঘোষণা করেছে লন্ডনের একটি আদালত৷ তিনবার উইম্বলডন শিরোপা জয় করেছেন তিনি।  দীর্ঘদিন ধরেই ঋণে জর্জরিত ছিলেন গ্র্যান্ড স্ল্যাম জয়ী নোভাক জকোভিচের সাবেক কোচ ও টিভি ধারাভাষ্যকার ৪৯ বছর বয়সী বরিস বেকার৷

বিবিসিসহ অন্যান্য মিডিয়ায় বিশ্লেষক হিসেবে দেখা যায় বরিস বেকারকে। যদিও আদালতের এই শুনাননিতে তিনি উপস্থিত ছিলেন না।বেসরকারি ঋণদাতা সংস্থা আরবাথনট ল্যাথাম অ্যান্ড কোং থেকে ২০১৫ সালে ঋণ নিয়েছিলেন বেকার৷কিন্তু সময়মতো ঋণ পরিশোধ করতে পারেননি তিনি৷আজ বুধবার লন্ডনে আদালতের কাছে বরিস বেকারের আইনজীবী আরও ২৮ দিন সময় চেয়েছিলেন৷ কিন্তু আদালত তা প্রত্যাখ্যান করে জানিয়ে দেয়, বরিস বেকার এই ঋণ শোধ করতে পারবে বলে তারা মনে করছে না৷  বেকারের ঋণের যে বোঝা তা অকল্পনীয়, ফলে তাকে দেউলিয়া ঘোষণা করলো আদালত৷বরিস বেকারের সামনে ঋণ শোধ করার একটা শেষ সুযোগ রয়েছে৷ মালোরকায়  বেকারের প্রায় ৭মিলিয়ন ইউরোর সম্পত্তি রয়েছে৷ সেটা বন্ধক রেখেই ঋণমুক্ত হতে পারেন তিনি৷টেনিসের সাবেক এক নম্বর তারকার আইনজীবী জন ব্রিগসের মতে এই চুক্তিটা স্পেনের আদালত মাসখানেকের মধ্যেই অনুমোদন করবে৷বরিস বেকার উইম্বলডন শিরোপা জিতেছেন ১৯৮৫, ১৯৮৬ ও ১৯৮৯ সালে। অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেন ১৯৯১ ও ১৯৯৬ সালে। ১৯৮৯ সালে তিনি ইউএস ওপেন চ্যাম্পিয়নশিপও জিতেন।১৯৮৮ ও ১৯৮৯ সালে পশ্চিম জার্মানির ডেভিস কাপ জয়ের পেছনেও ছিল বরিস বেকারের ভূমিকা।