কবিতাঃ অভেদ-জাহানারা ইয়াসমীন

SHARE
কবিঃ জাহানারা ইয়াসমীন
কবিঃ জাহানারা ইয়াসমীন

অভেদ
জাহানারা ইয়াসমীন

উৎকর্ণ প্রতীক্ষায় দুয়ার খুলে রেখেছি
পরিচিত নড়াচড়ার অপেক্ষায়।
ধোঁওয়ার আবর্তে ঘুরপাক ব্যস্ত দীর্ঘশ্বাস,
চায়ের কাপে নির্দয় চুমুক
থমকে থাকে রাতজাগা কষ্টের চাপাকান্না
একটি সফল ভ্রমণের ইশারায়।

সকাল-সন্ধ্যার কুহক যন্ত্রণায় ছিটকে পড়ে
শৈশব মধুময়তা, বাল্যের আড়ি -ভাব।
ইঁদুরমারা কলে চেপ্টে গেছে
মোনালিসা হাসি, হাইজাম্পে পাওয়া প্রথম বিজয়।
কান পেতে আছি আঙ্গুলের নিষ্পাপ কিছু প্রতিশব্দের জন্য
ঘুম ভেঙ্গে জেগে উঠব মানুষ হয়ে।

আমাজনের স্রোতে মিশে যে আমি
ভেসে এলাম আজকের তীরে প্রতিকূলে
মুহূর্তকে খণ্ডিত করে স্বেচ্ছায় বা অনিচ্ছায়
শেষ পর্যন্ত বর্তমানে।
নিরন্তর চলমান প্রতীক্ষা একটি সমর্পণের —
আমের বোলে রঙ পাল্টে যাওয়ার মত
আমি দেখে যেতে চাই
একটি নিবেদনের পূর্ণতা, সখ্যতা
নিবিড় অভীপ্সায় একটি করাঘাতের
অপেক্ষায় অধীর হয়ে আছি কতকাল।
জেগে ঘুমিয়ে থেকে থেকে
ব্যস্ত হয়ে উঠেছি
শেষ অধ্যায়ের বেঁচে ওঠায়।

পুরোপুরি মানুষ হয়ে হেঁটে যাব মানবিক
গুহার অন্তিম আবাসে অবলীলায়
একটি দালিলিক কড়ানাড়ায় নড়েচড়ে।
ভ্রান্তবিলাস ছুড়ে ফেলে ;
উজ্জীবিত ইনসান হয়ে।