ঘুষের টাকাসহ হিসাবরক্ষণ কর্মকর্তা গ্রেফতার

SHARE

ঘুষের টাকাসহ নাটোরের লালপুর উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা মমিন আহম্মদকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা।

বুধবার দুপুরে অবসরপ্রাপ্ত কর্মচারী কহিনূর বেগমের কাছ থেকে ঘুষের ২৫ হাজার টাকা গ্রহণকালে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

কহিনূর বেগম উপজেলার গৌরীপুর গ্রামের মুক্তিযোদ্ধা দুলাল উদ্দিনের স্ত্রী। তিনি লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন পরিবার পরিকল্পনা বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারী। তিনি পক্ষাঘাতগ্রস্ত।

দুদকের একটি সূত্র জানায়, কহিনূর বেগমের কাছ থেকে নগদ ২৫ হাজার টাকার বিনিময়ে পেনশনের টাকা দিতে রাজি হন।

বুধবার দুপুরে কহিনূর বেগমের কাছ থেকে টাকা নেয়ার সময় দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবদুল আজিজ ভূইয়া, সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক সেখ ফাইয়াজ আলম, সহকারী পরিচালক আলমগীর হোসেন ও উপ-সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ তাকে আটক করেন।

এ ব্যাপারে লালপুর থানায় মামলা হয়েছে।

লালপুর থানার ওসি আবু ওবায়েদ জানান, দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবদুল আজিজ ভূইয়া বাদী হয়ে মামলা করেছেন। মামলাটি গ্রহণ করার পর তদন্তের জন্য দুদক কার্যালয়ে পাঠানো হয়েছে।