প্যারিসে পুলিশের উপর হামলা, গুলিবিদ্ধ ১

SHARE

ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশের উপর হামলা চালিয়েছে এক ব্যক্তি। এসময় পুলিশের গুলিতে হামলাকারী আহত হয়েছেন।

মঙ্গলবার প্যারিসের নটর ডেম ক্যাথেড্রালের কাছে হাতুড়ি নিয়ে পুলিশের ওপর হামলা চালায় ওই ব্যক্তি।

ফ্রান্সের সংবাদমাধ্যমে বলা হচ্ছে, সন্দেহভাজন হামলাকারীর বুকে গুলি লেগেছে।

পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান নটর ডেম ক্যাথেড্রালে আটকে পড়া অনেকে গোলাগুলির আওয়াজ পাওয়ার কথা জানিয়েছেন।

পুলিশ বলেছে, নটর ডেম ক্যাথেড্রালের বাইরে এক ব্যক্তি হাতুড়ি নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করার পর তাকে গুলি করা হয়েছে।

কর্মকর্তারা বলছেন, এটি একটি ‘সন্ত্রাসী হামলা’।

এদিকে ক্যাথেড্রালের সামনে গুলির ঘটনায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলের আশপাশের এলাকা আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে ফেলেছে।

সাধারণ মানুষকে ক্যাথেড্রালের আশপাশ ছেড়ে চলে যেতে বলা হয়েছে।