ফের শুরু খেলা, ওভার কমে হল ৪৮

৯১ রানের মাথায় দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে যাওয়ায় নিশ্চিত শতরান হাতছাড়া করলেন রোহিত শর্মা। তবে অধিনায়ক বিরাট কোহলি (৩২) ভাল ব্যাটিং করছেন। তাঁর সঙ্গে এখন ক্রিজে যুবরাজ সিংহ (৭)। ৩৮ ওভারের শেষে ভারতের রান ২ উইকেটে ২০২।

SHARE

স্পোর্টস ডেস্ক:

৯১ রানের মাথায় দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে যাওয়ায় নিশ্চিত শতরান হাতছাড়া করলেন রোহিত শর্মা। তবে অধিনায়ক বিরাট কোহলি (৩২) ভাল ব্যাটিং করছেন। তাঁর সঙ্গে এখন ক্রিজে যুবরাজ সিংহ (৭)। ৩৮ ওভারের শেষে ভারতের রান ২ উইকেটে ২০২।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ বার্মিংহামে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল ৭০ শতাংশ। সেই পূর্বাভাসকে সত্যি প্রমাণিত করে ৩৩.১ ওভারের মাথায় দ্বিতীয়বার বৃষ্টি নামে। ফলে ফের বন্ধ হয়ে যায় খেলা। ওভার সংখ্যাও কমে হল ৪৮। ডাকওয়ার্থ-লুইস নিয়মে যে দল পরে ব্যাট করবে, তাদের সুবিধা হতে পারে। সেই কারণে টসে জেতা দরকার ছিল। বিরাট টসে হারায় সেই সুবিধা পেল না ভারত। ফলে এখন ভারতীয় ব্যাটসম্যানদের বড় রান তুলতে হবে।

চ্যাম্পিয়ন্স ট্রফির এই ম্যাচে ভারতের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ভারতের হয়ে ওপেন করতে নামেন রোহিত ও ধবন। শুরুটা সাবধানী ভঙ্গিতে করলেও, যত সময় গড়াচ্ছিল, ততই হাত খুলে মারছিলেন ভারতের দুই ওপেনার। দু জনেই অর্ধশতরান করেন। ধবন ৬৮ রান করে ফিরে যাওয়ার পর রোহিত ও বিরাট ইনিংসের হাল ধরেন। রোহিত ফিরে গেলেও, পাকিস্তানের বিরুদ্ধে পরিচিত ভঙ্গিতেই ব্যাটিং করছেন ভারতের অধিনায়ক বিরাট। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির এই হাইভোল্টেজ ম্যাচে বড় রানের পথে এগিয়ে চলেছে ভারত।

বৃষ্টির জন্য এই ম্যাচে প্রথমবার খেলা বন্ধ হয় ৯.৫ ওভারে। তখন ভারতের রান ছিল ১ উইকেটে ৪৬। তারপর খেলা শুরু হওয়ার পর ভাল ব্যাটিং করছিলেন রোহিত ও ধবন। দ্বিতীয়বার বৃষ্টি নামতে বন্ধ হয় খেলা। দর্শকদের এখন একটাই প্রার্থনা, আর যেন খেলা বন্ধ না হয়।

ভারতীয় দল- রোহিত শর্মা, শিখর ধবন, বিরাট কোহলি, যুবরাজ সিংহ, মহেন্দ্র সিংহ ধোনি, কেদার যাদব, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও যশপ্রীত বুমরাহ।

পাকিস্তান দল- আজহার আলি, আহমেদ শেহজাদ, বাবর আজম, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, মহম্মদ আমির, শাদাব খান, ওয়াহাব রিয়াজ ও হাসান আলি।