বাজেটের অঙ্কে অর্থমন্ত্রী যে ভুল করেছেন তা শিশুরাও করেনা: সিপিডি

অঙ্কের হিসাবে প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী যে ভুল করেছেন, তা শিশুরাও করেনা। তার ভ্যাট নির্ভর রাজস্ব ব্যবস্থা ধাক্কা খাবে। সরকার সম্পূর্ণ অনুমান নির্ভর বাজেট দিয়েছে। বাজেটে জনগণের জন্য আছে করের বোঝা আর সরকার নিজের জন্য হিসেব করে বাড়িয়েছে ‘সরকারী ভোগের অর্থ’। সকালে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব বলে বেসরকারী গবেষণা সংস্থা- সিপিডি।

SHARE

বাংলাদেশ ডেস্ক:

অঙ্কের হিসাবে প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী যে ভুল করেছেন, তা শিশুরাও করেনা। তার ভ্যাট নির্ভর রাজস্ব ব্যবস্থা ধাক্কা খাবে। সরকার সম্পূর্ণ অনুমান নির্ভর বাজেট দিয়েছে। বাজেটে জনগণের জন্য আছে করের বোঝা আর সরকার নিজের জন্য হিসেব করে বাড়িয়েছে ‘সরকারী ভোগের অর্থ’। সকালে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব বলে বেসরকারী গবেষণা সংস্থা- সিপিডি।

অর্থমন্ত্রীর ভাষায় ‘নতুন অর্থ বছরের বিশাল বাজেট- বিগ এন্ড বেস্ট’। কিন্তু এই বিগ বাজেট আগামীতে- বিগ ব্লান্ডার হতে পারে বলে মনে করছে বিভিন্ন গবেষণা সংস্থা ও অর্থনীতিবিদরা।

সীমিত আয়ের সাধারণ মানুষকে সামান্যতম ছাড় না দিয়ে বেশি আয় ও বেশি ব্যয়ের নতুন বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আয়করে কোনো ছাড় নেই, ভ্যাটও দিতে হবে ১৫ শতাংশ। এতে চাপ বাড়বে জীবনযাত্রার ব্যয়ে। কমবে প্রকৃত আয়।

বাজেটের সার-সংক্ষেপ বিশ্লেষণের পর বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান সিপিডি বলছে, বাজেটে ১লাখ ১২ হাজার কোটি টাকার ঘাটতি মেটাতে বৈদেশিক অর্থায়নের যে পরিমাণ নির্ধারণ করেছে তা অবাস্তব।

সিপিডি বলছে বাজেট হয়েছে পুরোপুরি অনুমান নির্ভর। অর্থবছর শেষ হওয়ার আগেই রাজনৈতিক অস্থিরতা বাড়বে। পাশাপাশি বিনিয়োগ কমবে আশঙ্কাজনক হারে।

প্রবৃদ্ধি ৭.৪% অর্জন করতে হলে সরকারের বিনিয়োগ সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই বলছেন গবেষকরা। তবে রাজস্ব ঘাটতি, আয়-ব্যয়ের ফারাক আর সরকারের দায় দেনার বোঝায় বাজেটে সরকারী ভোগই প্রাধান্য পেয়েছে বলে মত সিপিডির।