মসুলে খুন হচ্ছে বেসামরি নাগরিক

আকাশ ও স্থল কোথাও নিরাপদে নেই মসুলের বাসিন্দারা। জাতিসংঘের হিসাব মতে, অক্টোবর থেকে শুরু হওয়া লড়াইয়ে মসুলে কমপক্ষে ৮ হাজার বেসামরিক নাগরিক হতাহতের শিকার হয়েছে। ঘর ছাড়তে বাধ্য হয়েছে প্রায় ৬ লাখ মানুষ।

SHARE

আন্তর্জাতিক ডেস্ক:

আকাশ ও স্থল কোথাও নিরাপদে নেই মসুলের বাসিন্দারা। জাতিসংঘের হিসাব মতে, অক্টোবর থেকে শুরু হওয়া লড়াইয়ে মসুলে কমপক্ষে ৮ হাজার বেসামরিক নাগরিক হতাহতের শিকার হয়েছে। ঘর ছাড়তে বাধ্য হয়েছে প্রায় ৬ লাখ মানুষ।

ইরাকি বাহিনী এবং পশ্চিমা মিত্রদের দাবি, অক্টোবরে শুরু হওয়া লড়াই শেষ হতে চলেছে। আইএস এখন মসুলের পুরোনো শহরটির কিছু এলাকা নিয়ন্ত্রণ করছে। ইরাক সরকারের হিসেব মতে, মসুলে এখন আইএসের হাজার খানেক যোদ্ধা রয়েছে। অক্টোবরে এই সংখ্যা ছিল অন্তত পাঁচ থেকে ছয় হাজার।

তবে জাতিসংঘ জানায়, চূড়ান্ত পর্যায়ের এই লড়াইয়ে আটকে পড়া মানুষজনের জন্য ভয়ানক বিপদ ডেকে এনেছে। শুধু যে আইএসের হাতে প্রাণ যাচ্ছে তাই-নয়, ইরাকি বাহিনী এবং তাদের সমর্থিত যোদ্ধাদের গোলাবর্ষণেও বহু প্রাণহানি ঘটছে। টাইগ্রিস নদী পার হওয়ার সময় আইএস ও ইরাকি বাহিনী উভয়ই বেসামরিক নাগরিকদের হত্যা করছে।

এদিকে যুক্তরাষ্ট্রও স্বীকার করেছে, শুধু মার্চ মাসেই মসুলে তাদের বিমান হামলায় ১০৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। শহরটিতে খাদ্য সংকটও ব্যাপক আকার ধারণ করেছে। শুধু রুটি-পানি খেয়ে বেঁচে আছে হাজার হাজার মানুষ।