শ্রীলংকায় প্রবল বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

শ্রীলংকায় গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে। সোমবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর এই তথ্য জানিয়েছে। শুক্রবারের প্রবল বৃষ্টিপাতের কারণে শ্রীলঙ্কায় ১৪ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।

SHARE

এটিএন টাইমস ডেস্ক:

শ্রীলংকায় গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে। সোমবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর এই তথ্য জানিয়েছে। শুক্রবারের প্রবল বৃষ্টিপাতের কারণে শ্রীলঙ্কায় ১৪ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।

দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে প্রায় পাঁচ লাখ মানুষের বাড়ি পানিতে তলিয়ে যাওয়ায়, বাসিন্দাদের অনেকেই নিরাপদ অঞ্চলে আশ্রয় নিয়েছেন। দেশটির সরকার জানিয়েছে, প্রাকৃতিক এই দুর্যোগে অন্তত ১০৪ জন নিখোঁজ রয়েছেন।

এছাড়া ৮৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের সময় দক্ষিণাঞ্চলীয় বাদ্দেগামা এলাকায় সোমবার বিমান বাহিনীর একটি হেলিপ্টার বিধ্বস্ত হয়েছে।

দুর্গত অঞ্চলগুলোতে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ ও আটকে পড়া লোকজনকে উদ্ধারে বেশ কয়েকটি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, সবচেয়ে ক্ষতিগ্রস্ত রতনপুরা ও কালুতারা জেলায় বন্যার পানি কমতে শুরু করেছে।