প্রথম দিনেই জমজমাট পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার

পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই জমজমাট পুরান ঢাকার চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজার। দুপুর থেকেই চকবাজার শাহী মসজিদের সামনের রাস্তায় অস্থায়ী দোকানগুলোতে বাহারি ইফতারের পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা।

SHARE

লাইফ স্টাইল ডেস্ক:

পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই জমজমাট পুরান ঢাকার চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজার। দুপুর থেকেই চকবাজার শাহী মসজিদের সামনের রাস্তায় অস্থায়ী দোকানগুলোতে বাহারি ইফতারের পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা।

সুতি কাবাব, জালি কাবাব, টিক্কা কাবাবসহ নানা পদে সাজানো হয় টেবিল। কাবাবের বাইরে আছে, ডিম চপ, কোয়েল, কবুতরের রোস্ট। তৃষ্ণা মেটাতে রয়েছে লাবাং, মাঠা এবং হোম-মেড শরবতের আয়োজন। বিকেলে সেখানে অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত।

তারা বিভিন্ন দোকানে গিয়ে খাবারের মান যাচাই করেন। পরে সন্তোষ প্রকাশ করে মেয়র বলেন, ইফতার সামগ্রীতে ভেজাল ঠেকাতে, সিটি করপোরেশনের টিম সব সময় তৎপর থাকবে।