রুশ রাষ্ট্রদূতের সঙ্গে গোপন যোগাযোগ কুশনারের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে অন্তত তিনবার গোপনে যোগাযোগ করেছিলেন। সাতজন সাবেক ও বর্তমান মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

SHARE

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে অন্তত তিনবার গোপনে যোগাযোগ করেছিলেন। সাতজন সাবেক ও বর্তমান মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

সাবেক এফবিআই পরিচালক জেমস কোমিকে অপসারণের পর ট্রাম্প প্রশাসনের রুশ সংযোগ নিয়ে বিতর্ক নতুন মোড় নিয়েছে। রাশিয়া প্রথম থেকেই ট্রাম্প প্রশাসনের রুশ সংযোগের অভিযোগ অস্বীকার করে আসছে। চলতি বছরের শুরুতে ট্রাম্প শিবিরের রুশ সংযোগ নিয়ে এফবিআই তদন্তের কেন্দ্রবিন্দুতে পরিণত হন ট্রাম্প জামাতা কুশনার।

মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার এক কর্মকর্তা জানান, ট্রাম্প শিবিরের রুশ সংযোগ তদন্তে কুশনার মূল লক্ষ্য ছিলেন না। তবে সের্গেই কিসলিয়াকের সঙ্গে দুটি ফোনালাপ কুশনার সম্পর্কে তদন্তকারীদের আগ্রহ বাড়িয়ে দেয়।

এদিকে, গত বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম দাবি করে, কুশনারের রুশ সংযোগ তদন্ত করছে এফবিআই। গত ডিসেম্বরে রুশ রাষ্ট্রদূত এবং মস্কোর এক ব্যাংকারের সঙ্গে বৈঠককে কেন্দ্র করে কুশনারের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়।