নানা আয়োজনে সারাদেশে পালিত হচ্ছে নজরুল জন্ম জয়ন্তী

নানা আয়োজনে সারাদেশে পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মজয়ন্তী। কুমিল্লায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী অনুষ্ঠান। সকালে কুমিল্লা শিল্পকলা একাডেমির 'চেতনায় নজরুল' ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা

SHARE

বিনোদন ডেস্ক:

নানা আয়োজনে সারাদেশে পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মজয়ন্তী। কুমিল্লায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী অনুষ্ঠান। সকালে কুমিল্লা শিল্পকলা একাডেমির ‘চেতনায় নজরুল’ ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

শ্রদ্ধা আর ভালোবাসায় চট্টগ্রামে পালিত হচ্ছে জাতীয় কবির জন্মবার্ষিকী। সকালে জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ থেকে একটি র‌্যালি বের হয়। পরে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সভায় বক্তারা সাম্প্রদায়িকতা রোধে জাতীয় কবির স্বপ্নকে সঙ্গী করে এগিয়ে যাওযার আহ্বান জানান। সকালে ঝালকাঠিতে কবিতা আবৃতি, নৃত্য, সংগীতানুষ্ঠান, আলোচনা সভা, দেয়াল পত্রিকা প্রকাশসহ নানা আয়োজনে পালিত হয় বিদ্রোহী কবির জন্মজয়ন্তী।