ষোড়শ সংশোধনী সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক: আইনজীবী টি এইচ খান

ষোড়শ সংশোধনী সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে আপিল শুনানিতে মত দিয়েছেন সিনিয়র আইনজীবী টি এইচ খান। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পুর্ণাঙ্গ বেঞ্চে তিনি অ্যামিকাস কিউরি হিসেবে মত দেন।

SHARE

বাংলাদেশ ডেস্ক:

hc

টিএইচ খান বলেন, অনেকে অনেক কিছুই বলবে, কিন্তু আদালতের উচিত বিচার বিভাগকে রক্ষা করা। এরপর ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ অ্যামিকাস কিউরি হিসেবে বক্তব্য দেন । তিনি বলেন, সেনাবাহিনীর কিছু হলে সেটা তারা নিষ্পত্তি করে, সংসদের কিছু হলে স্পিকার দেখেন , বিচার বিভাগেরটা অন্যকে দেখতে হবে কেন?। তিনি বলেন অন্য দেশের পার্লামেন্টের সাথে বাংলাদেশের তুলনা চলেনা ।

সুপ্রিমকোর্টের বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়া হয় সংবিধানের ষোড়শ সংশোধনীতে। একটি রিটের প্রেক্ষিতে কিছুদিন আগে হাইকোর্ট এই সংশোধনী অবৈধ ঘোষণা করেন । পরে রাষ্ট্রপক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করেন। আজ এই আপিলের সপ্তম দিনের শুনানি অনুষ্ঠিত হয় ।