মৌমিতা গাইলেন ‘ বিমূর্ত এই রাত্রি আমার ‘ বর্ণ চক্রবর্তীর মিউজিক রি-অ্যারেঞ্জমেন্টে

SHARE

শরীফ সুজনঃ
এ প্রজন্মের জনপ্রিয় তরুণ সঙ্গীত পরিচালক ও গায়ক বর্ণ চক্রবর্তীর মিউজিক রি-অ্যারেঞ্জমেন্টে কালজয়ী বাংলা গান ‘বিমূর্ত এই রাত্রি আমার’ নতুন করে উপহার দিলেন শ্রোতাদের। গানটি গেয়েছেন এ প্রজন্মের শিল্পী ফেরদৌসী মৌমিতা।
জনপ্রিয় কণ্ঠশিল্পী ভুপেন হাজারিকার সুরে ‌‘সীমানা পেরিয়ে’ সিনেমার জনপ্রিয় গান ‘বিমূর্ত এই রাত্রি আমার’ গেয়েছিলেন আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী আবিদা সুলতানা।

হারিয়ে যেতে বসা সোনালী দিনের জনপ্রিয় গানগুলোকে নতুন সঙ্গীতায়োজনে এবং এ প্রজন্মের শিল্পীদের নিয়ে সবার কাছে পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছেন সঙ্গীত পরিচালক ও গায়ক বর্ণ চক্রবর্তীর। এরই একটি সফল প্রয়াস ‘বিমূর্ত এই রাত্রি আমার’। তরুন প্রজন্ম গ্রহণও করছে সানন্দে।

সম্প্রতি গানের মিউজিক ভিডিও রিলিজ দেওয়া হয়েছে অনলাইনভিত্তিক মিউজিক চ্যানেল ‘হিউজ টিভি’র নিজস্ব ইউটিউব চ্যানেলে।
ইউটিউব লিংকঃ https://www.youtube.com/watch?v=gNz-KqxiYJg

এ প্রসঙ্গে সঙ্গীত পরিচালক বর্ণ চক্রবর্তী বলেন, ‘আমি বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই গানটির নতুন করে সংগীতায়োজন করেছি। আর ফেরদৌসী মৌমিতা খুবই পরিশ্রমী ও বিনয়ী শিল্পী। ওর গায়কী আমাকে মুগ্ধ করেছে। আশা করি শ্রোতাদের গানটি ভালো লাগবে। আরো কিছু চিরসবুজ গান নিয়ে কাজ চলছে। আগামীতে গান গুলো শ্রোতাদের কাছে নিয়ে আসবো ’