সরাসরি বিশ্বকাপের স্বপ্ন উজ্জ্বল বাংলাদেশের

SHARE

২৪আওয়ার ক্রীড়া ডেস্ক:  আইসিসি’র সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে এক পয়েন্ট কমার পরেও সাত নম্বরেই রয়েছে বাংলাদেশ। তাতে আগামী বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন উজ্জ্বল হলো বাংলাদেশের। আসন্ন ত্রিদেশীয় সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে পারলে বাংলাদেশ এক ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠতে পারবে।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকা শীর্ষে রয়েছে। অস্ট্রেলিয়া দুই এবং ভারত রয়েছে তিন নম্বরে।

সাত নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯১। ৫ পয়েন্ট হারিয়ে শ্রীলঙ্কার রেটিং কমে দাঁড়িয়েছে ৯৩-তে। ২ পয়েন্ট কমে যাওয়ায় পাকিস্তান ৮৮ পয়েন্ট নিয়ে আটে এবং ৪ পয়েন্ট কমে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ ৭৯ পয়েন্ট নিয়ে নয় নম্বরে রয়েছে।

আগামী ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত সময়সীমার মধ্যে শীর্ষ আটে থাকা দল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেবে।

আইসিসির র‌্যাঙ্কিং: (বন্ধনীতে রেটিংয়ের যোগ/বিয়োগ)

১. দক্ষিণ আফ্রিকা ১২৩ (+৪)
২. অস্ট্রেলিয়া   ১১৮  (০)
৩. ভারত     ১১৭  (+৫)
৪. নিউজিল্যান্ড  ১১৫  (+২)
৫. ইংল্যান্ড      ১০৯ (+১)
৬. শ্রীলঙ্কা      ৯৩   (-৫)
৭. বাংলাদেশ     ৯১   (-১)
৮. পাকিস্তান     ৮৮  (-২)
৯. ওয়েস্ট ইন্ডিজ   ৭৯  (-৪)
১০. আফগানিস্তান  (৫২)  (০)