অস্ট্রেলিয়ায় ভূতুড়ে কবর

SHARE

২৪আওয়ার ডেস্ক:  ভূতুড়ে নানা ধরনের কর্মকাণ্ড যে বিশ্বের সব স্থানেই ঘটে, তার একটি প্রমাণ হলো অস্ট্রেলিয়ার কবরস্থান। সে কবরস্থানের এ ঘটনা নিয়ে অনেকেই আতঙ্কিত হন। যদিও এর কোনো ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি।

মেলবোর্নে খ্রিস্টানদের একটা পুরনো কবরস্থান আছে। সে কবরস্থানেই ঘটে এ অদ্ভুত ঘটনাটি। আর এ ঘটনা দেখে বহু মানুষই আতংকে সে স্থানে আর যাতায়াত করেন না।

পুরনো সেই কবরস্থানটির পাশ দিয়ে যাওয়ার সময় কেউ বেখেয়ালে ভেতরের দিকে তাকালে শুধু একটি নির্দিষ্ট কবরফলক দেখতে পায়। সেই কবরটা হলো এমা ফ্লরেন্স নামক এক মহিলার। আজব ব্যাপার হলো, দ্বিতীয়বার কেউ যখন ভালো করে সেই কবরস্থানের ভেতরে তাকায় তখন সে হাজার খুঁজেও সেই এমা ফ্লরেন্সের কবরটি দেখতে পায় না।

এই ব্যাপারটি মেলবোর্নের বহুলোকের বেলায় ঘটেছে। আর এ কারণে তা যে নির্দিষ্ট কোনো ব্যক্তির ভ্রম, তা বিশ্বাস করার কারণ নেই। ফলে বিষয়টি ভূতুড়ে কর্মকাণ্ড হিসেবেই মেনে নিতে হয়েছে সবাইকে।