ফিলিপাইনে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

SHARE
২৪আওয়ার ডেস্ক:  ফিলিপাইনে শনিবার ভোরে ৬ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেয়া হয়। ফিলিপাইন ও মার্কিন কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
ফিলিপাইনে কর্মকর্তারা জানান, ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভোরের আগে মিন্দানাওয়ের দক্ষিণাঞ্চলে ভূ-কম্পনটি অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় শনিবার ভোর ৪টা ২৩ মিনিটে রাজধানী ম্যানিলা থেকে ৭শ’ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত মিন্দানাওয়ের ৪১ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
ফিলিপাইনে ইন্সটিটিউট অব ভলকানোলোজি অ্যান্ড সিসমোলোজি’র প্রধান রেনাতো সোলিদাম ম্যানিলায় এবিএস-সিবিএন টেলিভিশনকে বলেন, ‘এই ঘটনায় আমরা বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছি না।’ রাষ্ট্র পরিচালিত সংস্থাটি আরো জানায়, মিন্দানাওয়ের দক্ষিণ উপকূলের ৫৩ কিলোমিটার দূরে ছিলো ভূমিকম্পটির কেন্দ্রস্থল।