হাওরাঞ্চলে অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণের জন্য ব্যাংকগুলোকে নির্দেশ

SHARE

২৪আওয়ার রিপোর্ট  :  টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনাসহ উত্তরপূর্বাঞ্চলের হাওর এলাকার বাঁধ ভেঙ্গে বন্যায় ফসল, ঘরবাড়ি ও গবাদিপশুর ব্যাপক ক্ষতি হয়েছে। সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের (সিএসআর) আওতায় ওই সব এলাকার মানুষদের অতিদ্রুত আর্থিক সাহায্য ও ত্রাণ সামগ্রী বিতরণে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই সার্কুলারে বলা হয়েছে, ফসলের ক্ষতিসাধন ও ঘরবাড়ি ধ্বংস হওয়ায় ওই এলাকার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। এ অবস্থায় সিএসআরের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকার অসহায় জনগোষ্ঠির মাঝে অবিলম্বে আর্থিক সাহায্য এবং খাদ্য, বস্ত্র, বিশুদ্ধ পানি ও জরুরী ওষুধ বিতরণ করা প্রয়োজন। এছাড়া স্থানান্তরযোগ্য চুলা, সোলার বাতি, ঘরবাড়িতে সোলার স্থাপনে সহায়তা প্রদানের জন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে। আলোচ্যখাতে বিতরণকৃত অর্থের পরিমাণ নির্দিষ্ট ফরমে বাংলাদেশ ব্যাংককে জানাতে বলা হয়েছে ওই সার্কুলারে।