বাংলাদেশের টেলিফিল্মে কলকাতার পামেলা!

SHARE

সিনেমার মতো এবার নাটকেও ভিড়ছেন পশ্চিম বঙ্গের তারকারা। গত বছর ঈদে একটি নাটকে পাখি সিরিয়ালের নায়িকা মধুমিতা সরকার মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না

সম্প্রতি আগামী ঈদের জন্য নির্মিত ‘অনুপমা’ নামের একটি নাটকে অভিনয় করছেন কলকাতার মেয়ে পামেলা সিং ভুতোরিয়া। তবে শোবিজে পামেলা নামেই পরিচিত।
পামেলা বাংলাদেশের দর্শকদের বেশ পরিচিত। সেটা আবার সিরিয়ালের নায়িকা হিসেবে নয়। ২০১৫ সালে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আসরে উপস্থাপনা করে বাংলাদেশের দর্শকের কাছে পরিচিত তিনি।
নাটকটিতে পামেলার বিপরীতে থাকছেন আবদুন নুর সজল। এটি নির্মাণ করছেন আলম আশাদ মিন্টু।
নির্মাতা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী মাসে ঢাকায় নাটকটির শুটিং শুরু হবে। ঢাকা ছাড়া কলকাতায়ও এর শুটিং হবে।
উল্লেখ্য, ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টস, জুম টিভি, সঙ্গীত বাংলাসহ বিভিন্ন টিভির অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে সেখানকার জনপ্রিয় তারকা এখন পামেলা। তবে শুধু উপস্থাপনাতেই নয় মডেলিং ও সিনেমাতেও রয়েছে তার সরব পথচলা।
বলিউডের ‘কাহানি’ ও টলিউডের ‘মাছ মিষ্টি মোর’, ‘বাপি বাড়ি যা’ ও ‘টান’ সিনেমাতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয় জয় করেছেন তিনি। জেমসের সঙ্গে বাংলাদেশের একটি এনার্জি ড্রিংকসের বিজ্ঞাপনেও মডেলিং করেছেন পামেলা সিং ভুতোরিয়া।