পাঁচ বছরের ভিসা পাবেন বাংলাদেশিরা

SHARE

indiavisaবাংলাদেশের নাগরিকদের শীঘ্রই ৫ বছর মেয়াদি ভিসা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। শনিবার মাদারিপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলছিলেন। হাইকমিশনার বলেন, বাংলাদেশিদের ভারতীয় ভিসা পাওয়া নিয়ে সমস্যার বিষয়টি তাঁরা জানেন। এই সমস্যা নিরসনে দিল্লি প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশি নাগরিকরা এখন সহজেই পরিবার-সহ ভিসা পেয়ে যে কোন প্রয়োজনে ভারতে যেতে পারবেন। আর শুধু ১ বছর নয়, এখন ৫ বছরের মাল্টি এন্ট্রি ভিসাও তাঁদের দেওয়া হবে। রামপাল বিদ্যুৎ প্রকল্প সর্ম্পকে শ্রিংলা জানান, এ’টি ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগ। নির্মাণের প্রাথমিক কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। প্রকল্পটি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিরাট ভুমিকা রাখবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যাপারে এ প্রকল্প বিশেষ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।