প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে তুং হাই নিটিং

SHARE

প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে বস্ত্র খাতের প্রতিষ্ঠান তুং হাই নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
image_96567_0
জানা যায়, ২০১৪ সালের ৩১ মার্চ শেষ হওয়া প্রথম প্রান্তিকের (জানু ’১৪-মার্চ ’১৪) আর্থিক প্রতিবেদন অনুযায়ী তুং হাই নিটিংয়ের কর পরবর্তী মুনাফা হয়েছে এক কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা ও প্রতি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ০ দশমিক ২৭ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে এক কোটি ১৬ লাখ টাকা ও ০ দশমিক ২৬ টাকা।

এখানে বেসিক ইপিএস হিসাব করা হয়েছে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) পূর্ববর্তী চার কোটি ৫১ লাখ ৩০ হাজার শেয়ারের হিসাবে। আইপিও পরবর্তী আট কোটি এক লাখ ৩০ হাজার শেয়ারের হিসাবে প্রথম প্রান্তিকে ইপিএস হবে ০ দশমিক ১৫ টাকা এবং প্রতি শেয়ারে সম্পদ হবে ১৩ দশমিক ০৩ টাকা।

প্রসঙ্গত, সোমবার থেকে দেশের উভয় পুঁজিবাজারে এ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হয়েছে।