ভারতে স্বাধীনতা দিবস, সীমান্তে নিরাপত্তা জোরদার

SHARE

১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে যেকোনো ধরনের নাশকতা এড়াতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বেনাপোল সীমান্তের বিপরীতে পেট্রাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে। বিশেষ করে কোনো অবৈধ অনুপ্রবেশকারী যাতে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করতে না পারে সেদিকে বেশি নজরদারি রাখা হচ্ছে।image_94182_0

ওপারের সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট ভারতে স্বাধীনতা দিবস। এদিন জঙ্গি হামলা সহ কোনো নাশকতা যাতে না ঘটে তার জন্য বেনাপোল সীমান্তের বিপরীতে ভারতের পেট্রাপোল সীমান্তে বিএসএফের নজরদারি বাড়ানো হয়েছে যাতে কোনো অনুপ্রবেশকারী ভারকে ঢুকতে না পারে।

সীমান্ত এলাকা ছাড়াও কোলকাতার গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বাস ও রেল স্টেশন এলাকায় সাদা পোশাকে পুলিশের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। রাতে আবাসিক হোটেলগুলোতে তল্লাশি করা হচ্ছে।

বোনপোলে চেকপোস্ট বিজিবি জানায়, কোন অনুপ্রবেশকারী যাতে সীমান্ত টপকিয়ে ভারতে প্রবেশ করতে না পারে তার জন্য বেনাপোল ও ভারত সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।