নতুন আইফোনে থাকবে ব্লুটুথ হেডফোন

SHARE

461আইফোন সিক্স এস ও সিক্স এস প্লাসের রেশ কাটতে না কাটতেই এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে আইফোন সেভেন নিয়ে। বলা হচ্ছে, আইফোন সেভেনে হেডফোন জ্যাক নাও থাকতে পারে। হেডফোন জ্যাকের বিকল্প হিসেবে ব্লুটুথ হেডফোন বা লাইটনিং পোর্ট প্রযুক্তি যুক্ত করা হতে পারে।

অ্যাপল তাদের পণ্যে সব সময় নতুন কিছু দেয়ার চেষ্টা করে। এ কারণে একমাত্র আইফোন ডিভাইস দিয়েই প্রযুক্তি বাজারে বাজিমাত করছে প্রতিষ্ঠানটি। এর আগেও আইফোনে নতুন প্রযুক্তি সংযোজনের বেশকিছু উদাহরণ রয়েছে। দেখা গেছে, সংশ্লিষ্টদের অদ্ভুত কিছু চিন্তা অনেক ক্ষেত্রে প্রযুক্তি শিল্পের ধারাই পাল্টে দিয়েছে।

অ্যাপলের পক্ষ থেকে বলা হয়েছে, আইফোন সেভেন হবে অত্যন্ত পাতলা। যাতে ৩ দশমিক ৫ মিলিমিটার আকৃতির হেডফোন জ্যাক স্থাপন সম্ভব হবে না।