গার্মেন্টস শ্রমিককে মাইক্রোবাসে ধর্ষণের ঘটনা মিথ্যা!

SHARE

রাজধানীর মিরপুরে চলন্ত মাইক্রোবাসে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের ঘটনাটি মিথ্যা ছিল বলে আদালতকে জানিয়েছে মিরপুর জোনের সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।image_90569_0

আদালতে স্বশরীরে হাজির হয়ে মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তারা একথা বলেন।

এ বিষয়ে পরবর্তী আদেশ দেয়ার জন্য আগামী ২১ জুলাই সোমবার দিন ধার্য করেছে আদালত।

গার্মেন্টস শ্রমিককে ধর্ষণের অভিযোগে দোষীদের গ্রেফতার করতে ব্যর্থ হওয়ায় মিরপুর জোনের ডিসি, ওসি ও ঢামেকের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের অফিসার্স ইনচার্জকে গত ৯ জুলাই তলব করে হাইকোর্ট।  সে মোতাবেক তারা আদালতে হাজির হয়ে তাদের ব্যাখ্যা দেন।

এ ঘটনায় দোষীদের গ্রেফতার না করার ক্ষেত্রে প্রশাসনের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে। আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে আদেশ দেয়া হয়েছে।

গত ৫ জুলাই চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে এ আবেদনটি দায়ের করা হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।

গত ২ জুলাই রাজধানীর কল্যাণপুরের এক পোশাকশ্রমিক মাইক্রোবাসে গণধর্ষণের শিকার হন মর্মে পত্রিকায় প্রকাশ হয়।