সিএনজি অটোরিকশার ভাড়া বাড়ছে না

SHARE

cng7সিএনজি চালিত অটোরিকশার ভাড়া বৃদ্ধি পাবে না বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে সচিবালয়ে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদ নেতাদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী একথা জানান।

মন্ত্রী বলেন, এখন ভাড়া বৃদ্ধি করবো না, বিদ্যমান ভাড়াই বলবৎ থাকবে।

বৈঠকে ঐক্য পরিষদ অটোরিকশার ইকোনমি লাইফ ১১ থেকে ১৫ বছর করার দাবি জানায়।

যোগাযোগ মন্ত্রী বলেন, বুয়েটের সুপারিশ অনুযায়ী অটোরিকশার ইঞ্জিন ওভারহেলিং,নতুন সিট কাভারসহ অনুমোদিত ওয়ার্কশপ থেকে যান্ত্রিক পরীক্ষা করতে হবে। অটোরিকশা যাতে নির্ধারিত ভাড়ায় মিটারের চলাচল করে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

মন্ত্রী জানান, বুয়েটের শর্ত বাস্তবায়নে মালিক সমিতি থেকে চারজন প্রতিনিধি ও বিআরটিএ থেকে তিনজন প্রতিনিধি নিয়ে মোট সাতজনের একটি কমিটি করা হবে।

আগামী ১০ দিনের মধ্যে এ কমিটি সিদ্ধান্ত নেবে অটোরিকশার ইকোনমি লাইফ বৃদ্ধির বিষয়ে কোন কোন প্রতিষ্ঠান প্রত্যায়নপত্র দেবে। বুয়েটের শর্ত পালন করে প্রত্যায়নপত্র নেওয়ার পরই ইকোনমি লাইফ বৃদ্ধির সুযোগ পাবে বলে জানান ওবায়দুল কাদের।

অটোরিকশার যাত্রীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে- এ বিষয়ে পদক্ষেপ জানতে চাইলে মন্ত্রী বলেন, এজন্য বিআরটিএ নজরদারি করবে।