ঢাকার বৃত্তাকার নৌপথ-প্রাচীন স্থাপত্য পরিদর্শন শনিবার

SHARE

রাজধানী ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ কমিটির উদ্যোগে রাজধানী ঢাকার বৃত্তাকার নৌপথের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রাচীন স্থাপত্য ও নদী পরিদর্শন কর্মসূচি আগামী ২১ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ কর্মসূচিতে বালু, টঙ্গি, তুরাগ ও বুড়িগঙ্গা নদী এবং কালীগঞ্জের নাগরি চার্চ, কেরানীগঞ্জের adsfasfজিঞ্জিরা প্রাসাদ এবং ঢাকার চকবাজারে রামানুজ সম্প্রদায়র আখড়ায় রক্ষিত ঢাকার অন্যতম প্রাচীন নিদর্শন নটরাজ মূর্তি পরিদর্শন করা হবে।
এদিন সকাল ৮টাঢ বালু নদীর তীরে ইছাপুরা ব্রিজ এলাকায় বৃত্তাকার নৌপথের উত্তর- পশ্চিমাঞ্চলে প্রাচীন স্থাপত্য ও নদ-নদী পরিদর্শন কর্মসূচির উদ্বোধন ঘোষণা করবেন ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
উদ্বোধনের পর নৌপথে তেরমুখ ব্রিজ, টঙ্গি, আশুলিয়া, গাবতলী, বছিলা, কেরানীগঞ্জ হয়ে পুরান ঢাকায় যাবে পরিদর্শক দলটি। পরিদর্শন কর্মসূচিতে দেশের বিশিষ্ট স্থাপতি, অনুবাদক গবেষক, শিল্পী, পরিবেশকর্মী, সাংবাদিক, আলোচিত্রীরা অংশ নেবেন। পরিদর্শন কর্মসূচির যাত্রা শুরু হবে ইছাপুর ব্রিজের উত্তর দিক থেকে।