দেশে ফিরিয়ে আনা হচ্ছে হিরনকে

SHARE

hironসিংগাপুরে চিকিৎসাধীন লাইফ সাপোর্টে থাকা বরিশাল-৫ আসনের এমপি শওকত হোসেন হিরনকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। ১১ দিনেও তার সংজ্ঞা ফিরে না আসায় হতাশ হয়ে তাকে ফিরিয়ে আনছেন পরিবারের সদস্যরা।

আজ দুপুর ২টায় ঢাকা থেকে সিকদার এয়ার লাইন্সের একটি বিমান সিংগাপুরে গিয়ে তাকে নিয়ে আসবে। হিরনকে লাইফ সাপোর্টে রেখেই রাত ১০টার পর ঢাকার উদ্দেশ্যে রওনা হবে বিমানটি। এরপর মধ্যরাতে ঢাকার এ্যাপোলো হাসপাতালে আবার হিরনকে ভর্তি করা হবে।

উল্লেখ্য, গত ২৩ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে শওকত হোসেন হিরন জ্ঞান হারিয়ে ফেলেন। তার মাথায় ব্যাপক রক্তক্ষরণ ঘটে। ওই রাতে এম্বুলেন্সে করে ঢাকার এ্যপোলো হাসপাতারে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার কোন উন্নতি না হওয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশে সিংগাপুরে নেয়া হয়। সেখানে গ্লেনথইগলস হাসপাতলে ভর্তি করা হয় তাকে। এরপর ১টি অপারেশনও করা হয়। কিন্তু হিরনের অবস্থা অপরিবর্তিত রয়ে যায়। তারপরই পরিবারের সদস্যরা তাকে দেশে ফিরে আনার সিদ্ধান্ত নেন।