নারী পাচারকারী চক্রের ৫ সদস্য আটক

SHARE
arreastরাজধানীর উত্তরা থেকে ‘আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের’ পাঁচ সদস্যকে আটক করার দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
মসোমবার রাতে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে তিনজন নারী। তারা হলেন- সুমি, রানী ও শিল্পী। অন্যদের পরিচয় জানা যায়নি।
র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক ক্যাপ্টেন মাকসুদুল জানান, সোমবার রাতে উত্তরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নারী পাচারকারী চক্রের তিন নারীসহ পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের হেফাজতে থাকা নয় নারীকে উদ্ধার এবং ১৯৫টি পাসপোর্ট জব্দ করা হয়।