আইএসবিরোধী যুদ্ধ জোরদার হচ্ছে : ওবামা

SHARE

biman usa jযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে জোটগত যুদ্ধ আরো জোরদার করা হচ্ছে।

মার্কিন সামরিক সদরদপ্তর পেন্টাগনে সোমবার এক অনুষ্ঠানে ওবামা বলেন, সিরিয়ার নতুন করে কোনো সেনা পাঠাবে না যুক্তরাষ্ট্র। তবে দেশটির মডারেট বিরোধী দলগুলোকে সামরিক সাহায্য দেওয়ার পরিধি আরো বাড়ানো হবে।

বিবিসি অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

ওবামা বলেন, সিরিয়ার মাটিতে আইএসকে পরাজিত করতে সেখানে একটি সক্রিয় অংশীদার দরকার।

কুর্দি বাহিনীর কাছ থেকে আইন ইসা শহর আইএস আবারও দখল করে নেওয়ার পর প্রেসিডেন্ট ওবামা এ ঘোষণা দিলেন। এ ছাড়া সম্প্রতি বড় ধরনের কয়েকটি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট। হামলার নিশানায় আছে আইএসের দখল করা এলাকার রাজধানী রাকা।

ওবামা বলেন, যেসব তেল ও গ্যাসক্ষেত্র দখল করে তা থেকে আর্থিক সুবিধা নিয়ে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে আইএস, সেসব স্থানে আমাদের হামলা অব্যাহত থাকবে।

তবে খুব শিগগির আইএসের বিরুদ্ধে অভিযানে যাওয়া যাবে কিনা, সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি তিনি।