ইউনূস নিজেই গ্রামীণ ব্যাংক হয়ে গেছেন

SHARE

muhit7ড. ইউনূসের কারণে গ্রামীণ ব্যাংকের উন্নয়ন করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সচিবালয়ে সোমবার অর্থ মন্ত্রণালয়ের দুটি প্রতিবেদন প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

দেশে ক্ষুদ্র ঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্পর্কে বলতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, ড. ইউনূস দেশে ক্ষুদ্র ঋণ বিতরণ কর্মসূচিকে একটা সিস্টেমে দাঁড় করিয়েছেন এবং এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। কিন্তু তিনি এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিলেও তিনি নিজেই এখন প্রতিষ্ঠান (গ্রামীণ ব্যাংক) হয়ে গেছেন। এ কারণেই তার সঙ্গে আমাদের ঝগড়া।

মুহিত বলেন,  ক্ষুদ্র ঋণকে ড. ইউনূস যে সিস্টেমে দাঁড় করিয়েছেন, সেটা ঠিক আছে। আমরাও সেই সিস্টেমে চলছি। কিন্তু এটাকে আরও উন্নত করা দরকার। কিন্তু সেটা করা যাচ্ছে না, বিকজ অব হিম (ড. ইউনূস)। গত ৪-৫ বছর ধরে গ্রামীণ ব্যাংকের কোনো কিছু করা যাচ্ছে না, মামলার কারণে সব কিছু বাধাগ্রস্ত হচ্ছে।

পুঁজিবাজার প্রসঙ্গে তিনি বলেন, পুঁজিবাজারকে ফটকা বাজার বলেছিলাম। এ সেদিনও এটা ফটকা বাজার ছিল। এখন এটা মানুষ হয়েছে। একটা ভূমিকম্পের পর এটাকে মানুষ করতে ৪-৫ বছর সময় লেগেছে। এখন এটা বিনিয়োগের উপযোগী হয়েছে।